ঘরের আলোতেও চার্জ হবে অ্যাডিডাসের সোলার হেডফোন

১৭ আগষ্ট, ২০২২ ০০:৩৭  
রৌদ কিংবা বৃষ্টি যেই আবহাওয়া থাকুক না কেনো, অ্যাডিডাসের নতুন সৌরবিদ্যুৎ-চালিত ওয়্যারলেস হেডফোন আপনাকে সঙ্গ দেবে। বিশ্বনন্দিত ব্র্যান্ডটি জাউন্ড ইন্ডাস্ট্রিজের সাথে যৌথভাবে আরপিটি-০২ ওএস মডেলের নতুন হেডফোন তৈরি করছে, যা প্রাকৃতিক কিংবা কৃত্রিম আলোতেও চার্জ হবে। খবর এনগ্যাজেট। যেহেতু কৃত্রিম আলোতেও চার্জ হবে সেহেতু এই সোলার হেডফোনটি রাতেও ঘরের আলোতে চার্জ দিতে পারবেন ব্যবহারকারীরা। আর যদিও সেটিও কাজে ব্যর্থ হয়, তাহলে এর ইউএসবি -সি পোর্টের মাধ্যমে চার্জ দেয়া যাবে। ফলে চার্জ দেয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। অ্যাডিডাস যখন আরপিটি-০১ বাজারে এনেছিলো, তখন সবাইকে হতবাক করেছিলো। কারণ ঐ হেডফোনটি ৪০ ঘন্টা পর্যন্ত ওয়্যারলেস প্লেব্যাকের সুযোগ দেয়। এবারও অবাক হওয়া ছাড়া উপায় নাই। কারণ, নতুন হেডফোনটি ৮০ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। নতুন হেডফোনটির আরেকটি দারুন বিষয় হলো, এটি রিসাইকেল প্ল্যাস্টিক ও নাইলন দিয়ে তৈরি করা হয়েছে। ডিবিটেক/বিএমটি